কিনে নিল চিত্ত

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০

আনোয়ারুল হক নূরী
চাঁদ যেন রূপো সিকি আহা! সেকি ঝিকিমিকি, জল বাঁধে ঢেউ ঝুটি বুনোহাঁস লুটোপুটি, ওই দূর বন গাঁয়। বন পথে ঘাস মায়া, বনলতা দেয় ছায়া, জলভরা নদী পথে পালতোলা খেয়া রথে সোনা রঙ ধন যায়। থই থই গিরি জল গায় গান অবিরল, জলসিঁড়ি নিরিবিলি জোছনায় ঝিলিমিলি মুঠো মুঠো রূপা। খিলখিল হেসে হেসে গাঁ বালিকা জলে না'য় কচি কচি দু'পা। ঝর্নার রিনিঝিনি মন চায় কিনি কিনি থাকি সাথে নিত্য। রূপে ভরা গাঁখানি কিনে নিল চিত্ত।