মোটা চাচ্চু ও বার্গার

প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ০০:০০

সারমিন ইসলাম রত্না
আমি আর বাবুল চাচ্চু দুজনে মেলায় গেলাম ঘুরতে, এদিকে ঘুরলাম ওদিকে ঘুরলাম। ঘুরতে ঘুরতে এক কোণে দেখতে পেলাম বিশাল বড় ইয়া মোটা একটা হাতি! আমি বাবুল চাচ্চুকে বললাম, চাচ্চু দেখ দেখ হাতিটা ঠিক তোমার মতোই মোটা! আমার কথা শুনে চাচ্চু ভীষণ খেপে গেলেন, বললেন এশা তুই আমাকে মোটা বললি কেন? আমি বললাম তুমি মোটা তাই মোটা বললাম। চাচ্চু রেগে-মেগে বললেন তুই থাক মেলায় আমি গেলাম, এই বলে চাচ্চু সত্যি সত্যি আমাকে মেলায় একা রেখে চলে গেলেন। এখন এই বিশাল মেলা, কত রকমের মানুষজন, আমি কি করব? কোথায় যাব? প্রথমে খুব ভয় পেলাম, তারপরই চিন্তা করলাম মেলায় যেহেতু এসেছি একটু ঘুরে-ফিরে দেখি না আরও কি কি আছে। কেউ কেউ আমার দিকে অবাক হয়ে তাকালো! হয়তো ওরা ভাবছে এত পিচ্চি একটা মানুষ মেলায় একা একা ঘুরে বেড়াচ্ছে, ওর কি ভয় করছে না? সত্যিই আমার একটুও ভয় করছে না। খুব সাহসী সাহসী মনে হচ্ছে নিজেকে। আমি মেলায় ঘুরতে লাগলাম, মেলার এমাথা থেকে ওমাথা পুরোটা ঘুরলাম। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে ভাবলাম, চাচ্চু তো আমাকে একটা টাকাও দিয়ে গেল না এখন তো আমার প্রচন্ড ক্ষিধে লেগেছে। ক্ষিধের কথা চিন্তা করতেই দেখি সামনে একটা ফাস্ট ফুডের দোকান! আমি তো অবাক! কি করি কি করি একটু এগিয়ে গেলাম। উঁকি দিতেই দেখি, ভেতরে বাবুল চাচ্চু বসে আছেন, সামনে বিরাট একটা বার্গার! অর্ধেকটা ইতোমধ্যে খেয়েও ফেলেছেন। আমি আর কোনো দিকে না তাকিয়ে সোজা ঢুকে পড়লাম দোকানের ভিতরে। আর ঢুকেই চাচ্চুর বার্গারে ভাগ বসালাম। চাচ্চু বললেন এই তুই আমার বার্গার খাবি না! আমি বললাম কেন খাব না? একশবার খাব। চাচ্চু বললেন তবে একটা শর্ত আছে, তুই আমাকে আর মোটা বলবি না বল? আমি একটু ভাবলাম আচ্ছা এত লোভনীয় বার্গার এটা কি ছেড়ে দেয়া যায়? ঠিক আছে যাও আমি তোমাকে আর মোটা বলব না। আমার কথা শুনে চাচ্চু খুশি হয়ে গেলেন তার ফোলা ফোলা গাল দুটো আরও ফুলে উঠল। চাচ্চু আনন্দের সঙ্গে তার বার্গারটি আমাকে খেতে দিয়ে দিলেন। তারপর ওয়েটারকে ডেকে বললেন, ওনাকে আরও একটা বার্গার দিতে। আমি তো চিন্তায় পড়ে গেলাম, চাচ্চু এত বড় বার্গার আরও একটা খাবে! আচ্ছা যাই হোক মোটা চাচ্চু খেতেই পারে। এই তোমরা কিন্তু আবার বলে দিও না, আমি চাচ্চুকে মোটা বলেছি। খাওয়া-দাওয়া শেষ করে আমরা মেলা থেকে চাচা ভাতিজি বাড়ি ফিরে এলাম। চাচ্চুর হাসি হাসি মুখ দেখে আমার খুব খুশি খুশি লাগছিল, তখনই আমি মনে মনে ঠিক করলাম সত্যি আর কখনও চাচ্চুকে মোটা বলব না।