মার্চ এলে

প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ০০:০০

সুফিয়ান আহমদ চৌধুরী
ছিল এক ভয়ঙ্কর পঁচিশের মার্চ হানাদর ঘুরে ঘুরে ঘরে করে কী যে সার্চ। ধরে ধরে নেয় হানাদার ধরে করে গুলি ভীতি আর ভয় মনে বাড়ে কী যে করে ভুলি। নর পিশাচের দল ওই আঘাত যে হানে রক্তে রক্তে লালে লাল হয় ভাসে রক্ত বানে। সেই দিন আজও মনে আছে ভয়ঙ্কর দিন মার্চ এলে ঘুরে ঘরে ঘরে বাজে দুঃখ বীন।