স্বাধীনতা

প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ০০:০০

মাসুম হাসান খান
গানের পাখির মুক্ত আকাশ কচিকাঁচার মিষ্টি বোল, স্বাধীনতার মানেই হলো- ক্ষেতফসলে সবুজ দোল; যেমন খুশি ইচ্ছে রঙিন কিশোর ছেলের নাটাই ঘুড়ি, স্বাধীনতার মানেই হলো- খুকির হাতের রেশমি চুড়ি; নদীর বুকে পানসি তরী নকশিকাঁথার মেঠো গায় স্বাধীনতার মানেই হলো- ছুটছে বধূ নূপুর পায়; মায়ের মুখে চাঁদের হাসি দুচোখজোড়া স্বপ্নগাঁথা, স্বাধীনতার মানেই হলো- বাংলাদেশের গল্পকথা