বন্দি বাঁধা

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

মাহমুদুলস্নাহ মুহিব
আমরা ছিলাম বন্দি বাঁধা ভিনদেশীদের জিঞ্জিরে, বন্দি ছিলাম এই দেশেতেই জুলুমবাজের পিঞ্জিরে। হঠাৎ করে উঠলো ফুঁসে বীর বাঙালি জনতা, বন্দিশালায় হানলো আঘাত দূর করে সব জড়তা। অস্ত্র তুলে স্স্নোগান দিল স্বাধীনতা আমরা চাই, স্বাধীন হয়েই স্বাধীন দেশে বাকি জীবন বাঁচতে চাই। সেই স্স্নোগানে সুর মিলিয়ে জীবন গেল কতরে! দেশের তরে যুদ্ধ করে আঁকলো মরণ গতরে। সেই থেকে আজ বলতে পারি বাংলা আমার স্বাধীন দেশ, হাত কোমরে শিকল বেঁধে চোখ রাঙ্গাবে সে দিন শেষ