স্বাধীনতার গান

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

দিপংকর দাশ
ছাব্বিশে মার্চ একাত্তরে নতুন করে রবি, উঁকি দিল গগন মাঝে চোখ ধাঁধানো ছবি। কোকিল পাখি গাইল সুরে স্বাধীনতার গান পড়লো তখন সবার মনে দেশের প্রতি টান। পঁচিশে মার্চ যে হায়েনা চালায় গ্রেনেড গুলি চলবে গুলি তাদের বুকে উড়বে মাথার খুলি, ডাক দিয়েছে বঙ্গবন্ধু রক্ষা নাইরে আর, বীর বাঙালি সব পুড়িয়ে করবে আজ ছারখার। নয়টি মাসের অক্লান্ত শ্রম আনলো নতুন ভোর হাসি এলো বীরের মুখে খুললো স্বাধীন দোর, আকাশ বাতাস মুখরিত ঘুরছে স্বাধীন চাকা লাল সবুজের নিশানাতে মানচিত্র হয় আঁকা।