শীতের সকাল

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

কবির মাহমুদ
পথে পথে শেষ রাতে শিউলির সভা, নীরবে নিশ্চুপে ঝরে জুঁই জবা। রবির কিরণ জাগে, আযানের সুরে, ভোর নিয়ে ছুটে রোজ দুনিয়া জুড়ে। সবুজের মাঠে ভাসে হলুদ আবরণ, আকাশের নীল না'য়ে তুলে আলোড়ন। ঢুলুঢুলু ঘুম চোখে দোর খুলে আঁখি, ঘুম ভেঙে দিয়ে যায় আলোর পাখি। বর্ণিল রূপে সাজে ওপাড়ের রাত, দূর্বার ক্যানভাসে তুলতুলে প্রাত। ব্যালকনি ছুঁয়ে দেখি হাসে ঝিরঝির, হিমবায়ু নিয়ে ঝরে ভোরের শিশির। এ পাড়ায় মিঠে রোদ ও পাড়ায় শীত, গা ঝাড়া দিয়ে ওঠে শালিকের গীত। হিমেলের কাটাবন পাখিদের হাওয়ায়, খলখলে জল হাসে হাওড় পাড়ায়। কিচিরমিচির করে অতিথির পাল, দোয়েলের শিসে জাগে শীতের সকাল।