স্বপ্ন তুমিও বোনো

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

আলমগীর কবির
নতুন পাখির মতো করে মেলে দেব ডানা, নতুন কোনো ফুলের সাথে হবে হঠাৎ জানা। নতুন স্বপ্ন বুকের ভেতর বাঁধবে রঙিন বাসা, সবার মাঝে ছড়িয়ে দেব নতুন নতুন আশা। ছুটতে ছুটতে পৌঁঁছে যাব নতুন পথের বাঁকে, তাদের দলে না যাব না যারা হতাশ থাকে। সামনে নদী সামনে পাহাড় মাঠ প্রান্তর ধুধু, নেই সংশয়, কী বিস্ময়! সাহস নিয়ে শুধু- ছুটব আলোর খোঁজে নতুন জনপদে কোনো, চোখের পাতায় আমার মতো স্বপ্ন তুমিও বোনো।