নতুন বইয়ের গন্ধে

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

নাজনীন সুলতানা
নতুন বইয়ের গন্ধে ভরে মন কখন খুলে দেখবে বইয়ের পাতা! সেই খুশিতে মন যে উচাটন! পড়বে ছড়া মজার ছন্দে গাঁথা। ছোট্ট বুকে ছোট্ট স্বপন আঁকা স্বপ্নগুলো বইয়ের মাঝে রাখা খুললে বইয়ের ভাঁজ স্বপ্নপাখি মেলবে ডানা আজ। রঙ-বেরঙের হাজার ছবির ভিড় আকাশ, পাখি, ফুল বা নদীর তীর! দেখলে ভীষণ পুলক জাগে মনে খোকা-খুকু বসেই ঘরের কোণে কোন্‌ খুশিতে হারায় বেনুবনে! ভালো বইয়ে আলো ছড়ায় বুকে আলোর বানে হৃদয় ভাসে সুখে নতুন বইয়ের নতুন ছবির পাঠে খোকা-খুকুর হরষে দিন কাটে।