হিমেল হাওয়া

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

আখতারুল ইসলাম
শীতের সকাল হিমেল হাওয়া অন্য রকম সাজ, দিনের শুরু পুবাকাশে রঙিন কারুকাজ। সবুজ পাতায় শিশির ঝরে ঘাসের কলরব, সূর্য ছড়ায় আলোর ডানা মেতে ওঠে সব। হিম কুয়াশা মুচকি হাসে শীতের ডালা খোলে, কনকনে শীত চতুর্দিকে গায়ে কাঁপন তোলে। রোদের তেজে শীত পালিয়ে- গেলে দূরের গাঁয়ে, ইচ্ছে করে পাড়ি দিতে মেঘনা নদীর নায়ে।