প্রশ্ন জাগে

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০

বাসুদেব খাস্তগীর
কোন পাহাড়ের মেঘে আছে মায়ের আঁচল পাতা সেই পাহাড়ে খোলে দেখি মনের খেরোখাতা। লাল পাড়ের রঙ ছুঁয়ে ঝরে স্বপ্ন অবিরত বাধার প্রাচীর ডিঙিয়ে যাই ভুলি মনের ক্ষত। কোন আকাশের সীমানাতে ভোরের রবি জাগে সেই আকাশের সাথে কথা কতই অনুরাগে। বসতে আকাশ দেয় বিছিয়ে নীলাভ রঙের পিঁড়ি উঠতে তখন খুঁজে বেড়ায় তার পাতানো সিঁড়ি। কোন সাগরের অথই জলে মুমুক্ষুরা দোলে সেই সাগরে ডুব দিয়ে মন নীরবে রয় কোলে। সাগর যেন জলকেলিতে উদার হতে ডাকে স্বপ্নজালে স্বপ্নগুলো ফিরে নতুন বাঁকে। কোন সবুজের মাঠের টানে হাতছানি দেয় ভোর সেই সবুজের মাঠে হাসে মুক্ত দিনের দোর। পাহাড় আকাশ সাগর সবুজ সাজায় বরণ ঢালা ঘুপসি খোলস ছেড়ে খোলে নতুন এক পাঠশালা।