বৃষ্টি আর মেঘের গল্প

প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৯, ০০:০০

জাহাঙ্গীর ডালিম
বলা নেই, কওয়া নেই, মাঝ রাতে আচমকা শুরু হয় দমকা হাওয়া। আর সে কী শোঁ শোঁ আওয়াজ। জানালাগুলো দাপাতে থাকে আর ধাক্কায়। হাওয়ার সঙ্গে দমকে দমকে আসে বৃষ্টি। আর আকাশের বিদু্যতের আলোর সঙ্গে বজ্রের কড় কড় কড়াৎ। ভয়ে ঘুম ভেঙে যায় ছোট্ট সারিকার। শক্ত করে সে জড়িয়ে ধরে মাকে। ঝড়কে ওর খুব ভয়। ফিস ফিসিয়ে মাকে জিজ্ঞেস করে, মা, মেঘ এভাবে কেন ডাকে? মা তখন সারিকাকে গল্প বলে। বৃষ্টি আর মেঘের গল্প। বৃষ্টির গল্প বৃষ্টি খুব লক্ষ্ণী মেয়ে। ও যেখানে যেত সেখানেই গাছে গাছে ফুটত গন্ধে মৌ করা ফুল, উড়ে বেড়াত রং বেরঙের প্রজাপতি। গাছে গাছে গজাতো নতুন পাতা। কচি সবুজ ঘাসে ভরে যে মাঠ। বৃষ্টিতে রিমঝিম শব্দে আনন্দে মন ভরে উঠত সবার। ময়ূর তো খবর পেলেই হলো। অমনি ঝলমলে রঙের পেখম মেলে শুরু করে দিত নাচ। কিন্তু বৃষ্টির সবচেয়ে প্রাণের বন্ধু ছিল মেঘ। মেঘের গল্প মেঘ কিন্তু বৃষ্টির মতো এত লক্ষ্ণী নয়। ও ভারী দুরন্ত ছিল। কেবল লুটোপুটি খেলাই যেন তার কাজ। ও ছুটে বেড়ায় এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে। বাতাসের ওপর ডানা মেলে ঘুরে বেড়ায় সারা দুনিয়া। শব্দ করে দুদন্ড বসার সময়ই নেই তার। তবু ঘুরে বেড়ালে কী হবে? মনটা পড়ে থাকে বন্ধু বৃষ্টির কাছে। বেড়াতে বেড়াতে সব সময় ওভাবে, ইস, বৃষ্টি যদি আমার সঙ্গে থাকত, দুজনে মিলে কত মজাই না তাহলে হতো। বৃষ্টি আর মেঘ এদিকে একা থাকতে থাকতে মেঘের মনও যেত ভাব হয়ে। বৃষ্টির কথা ভেবে ভেবে খুব উচাটন হয়ে উঠত সে। তারও খুব দেশে দেশে ঘুরে বেড়ানোর ইচ্ছে। একদিন মেঘকে বৃষ্টি জানালো তার ইচ্ছের কথা। বলল, কত নতুন নতুন দেশ ঘুরে বেড়াও তুমি। কত নতুন বন্ধু হয় তোমার, আমাকেও নিয়ে যাওনা মাঝেমধ্যে তোমার সঙ্গে। একা থাকতে আমার ভালো লাগে না। একথা শুনে মেঘ ভাবল, তাই তো! আমারও তো বৃষ্টিকে ছেড়ে থাকতে ভালো লাগে না। তাহলে কী করা? অনেক ভেবে একটা উপায় বের করল তারা। ঠিক হলো, এরপর যখনই বৃষ্টির জন্য মেঘের মন খারাপ হবে, তখনই সে গুড়ুম গুড়ুম আওয়াজ করে তাকে ডাকবে। কিন্তু আমি তোমার কাছে যাওয়ার পর চিনব কী করে? মেঘকে প্রশ্ন করে বৃষ্টি, ভাবনার পর অবশেষে সমাধান মেলে। মেঘ বলে, আমি কড়াৎ কড়াৎ করে বিদু্যতের আলো ফেলব আকাশ থেকে। সেই আলোরপথ চিনে চিনে তুমি আসবে আমার কাছে। এরপর থেকে মেঘ গুড়ুম করে ডাকলেই আকাশ চিরে আলো ফুটে বেরোয়, আর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে বৃষ্টি। আমরা সেটা বুঝতে না পেরে বলি, ওরে বাবা, ঝড় এলো নাকি। এ গল্প শোনার পর থেকে ঝড় দেখে সারিকা কখনোই আর ভয় পায় না। এখন মেঘ ডাকলেই সারিকা দৌড়ে এসে মাকে বলে, মা দেখ, মেঘ বন্ধুকে ডাকছে। এখনই বৃষ্টি আসবে।