হঠাৎ ঝড়

প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৯, ০০:০০

হামীম রায়হান
মেঘে মেঘে খাচ্ছে ভারি সূর্য মামা চুপ এই বুঝি ঝড় উঠল জোরে ভয় লাগানো রূপ! থর থর থর কাঁপছে চালা, গেল বুঝি উড়ে, পথের ধারের গাছগুলো সব যাচ্ছে ঝড়ে পড়ে। পথের মাঝে পড়ে গাছ বন্ধ চলাচল, কখন পড়ে মাথায় এসে জীবন টলমল। বিজলী দিল ভয় লাগিয়ে সাথে বজ্রপাত, হঠাৎ ঝড়ে জন জীবন হলো কুপোকাত।