রূপসী বাংলা

প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৯, ০০:০০

সাগর আহমেদ
সবুজ শ্যামল বাংলা আমার রক্তে হলো লাল। পঁচিশে মার্চ ভয়াল রাতে লাশে ভরে খাল। স্বাধীনতা আনতে গিয়ে শহীদ হলো ভাই লাখো ভাইয়ের প্রাণের দামে স্বাধীনতা পাই। মুক্ত স্বদেশ মুক্তির গান উঠল গেয়ে পাখি রক্তে ভেজা সোনার দেশ হৃদয়ে এঁকে রাখি।