রক্ত ঝরার দিন

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আখতারুল ইসলাম
ফেব্রম্নয়ারির একুশ মানে রক্ত ঝরার দিন স্মৃতির মিনার হাতড়ে বেড়ায় ভাষার অনেক ঋণ। বিশ্ববুকে হাজার ভাষা ভাষার অনেক পথ বাংলা ভাষার পথের ওপর শুয়েছে বরকত। তার দু'পাশে রক্তজবা সালাম রফিক হাসে প্রজাপতি শ্রদ্ধা জানায় মিনার ছোঁয়া ঘাসে। দোয়েল শ্যামার মুখে ফোটে বাংলা ভাষার গান ফুলে ফুলে বাগান জুড়ে দেখি যে সম্মান। ফেব্রম্নয়ারির একুশ মানে বর্ণমালার নদী বিশ্ব জুড়ে ঢেউয়ের ফুলে বইছে নিরবধি। কোথায় পাবে ভাষার জন্য অন্য রকম টান কে পেরেছে রুখতে তাদের স্বপ্নমাখা প্রাণ। ভাষার দাবি আনতে গিয়ে ভয় ছিল না ভয় মাতৃভাষার হৃদয় জুড়ে জয় বাংলার জয়। এই ভাষাটা অমর অজর কেটে গেছে ঘোর মায়ের মুখে হাসি ফোটে স্বপ্ন জয়ের ভোর।