ডানা নেব ধার

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

তূয়া নূর
পাখিদের কাছ থেকে নেব ডানা জোড়া ধার, মেলে ডানা হাওয়ায় হাওয়ায় সাগর হব পার। উড়ে যাব উছলে ওঠা ঢেউয়ের শরীর ঘেষে, যাব কোন হঠাৎ জাগা নতুন দ্বীপের দেশে। লাগবে গায়ে ফেনা ওঠা ঠান্ডা জলের ছটা, ভাঙবে ডানায় ভাসতে থাকা কালো মেঘের জটা। উড়ে যাব অনেক দূরে ডানায় শব্দ তুলে, বাতিঘরের জ্বলবে বাতি, পথ যাব না ভুলে।