পরিযায়ী

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আসাদুজ্জামান খান মুকুল
পরিযায়ী পাখিগুলো এসে শীতের কালে, সকাল থেকে সাঁঝ অবধি খেলায় ডোবায়-খালে। নীল আকাশে উড়ে বেড়ায় কিচিরমিচির ডাকি, নানান রঙের পাখি দেখে জুড়ায় দু'টি আঁখি। সাইবেরিয়ার হিমের থেকে প্রাণে বাঁচার তরে, আমাদের এই দেশে এসে ঝাঁকে ঝাঁকে পড়ে। শীতের শেষে যাবে আবার আপন দেশে ফিরে, অতিথি এই পাখিদেরকে কেউ মেরো না তীরে!