লিখছে ছড়া

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মো. রফিকুল ইসলাম
খোকন সোনা লিখছে ছড়া আহারে! ছন্দ-তালে কী অপরূপ বাহারে! ছড়াগুলো কড়কড়ে ও মজার, ঠিক যেন স্বাদ টাটকা রসগজার। লিখছে ছড়া রাজার বিয়ের খাবারদাবার পান্তাঘিয়ের। পান্তা খেয়ে পান্তা-বুড়ি বলল... ঢুলুক বাজা, খুশিতে তাই ডিগবাজি খায় হদ্দবোকা রাজা। এই না দেখে বেড়ালছানা হেসেই লুটোপুটি, বলল খোকন... ছড়া তোমায় আজকে দিলাম ছুটি।