ফাগুন এলো

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সাদমান হাফিজ শুভ
ফাগুন এলো আগুন নিয়ে শীতের দোরে খিল, বাতায়নে দখিন বায়ে উথালপাথাল দিল। বাসন্তী সাজ দিগ্‌দিগন্তে সজিবতার ধুম, ঈষৎ কালো মেঘে হঠাৎ ইলশেগুঁড়ির চুম। নবরূপে শাখে শাখে পলস্নবেরা ওই, রক্তরাঙা শিমুল ফুলে চুপটি চেয়ে রই। ঘুম ভেঙে যায় কুহুতানে শিহরিত হই, চম্পাবনে সুবাস কী যে বুঁদ হয়ে তাই রই!