রঙ ছড়ালো মনে

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শেখ বিপস্নব হোসেন
আওলাবাতাস যায় বয়ে যায় পাশের সবুজ বনে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া রঙ ছড়ালো মনে। ফুলে ফুলে প্রজাপতি হলুদগাঁদার ঘ্রাণে, এলিকঝিলিক মনটা নাচে সবুজের আহ্বানে। দৃষ্টিকাড়ে আমের মুকুল কঁচি পাতার ফাঁকে, মধুর লোভে ঘোরে অলি উড়ে ঝাঁকে ঝাঁকে। কুহু কুহু কোকিল ডাকে গাছের উঁচুডালে, আগুনরঙা ফাগুন এলো কৃষ্ণচূড়ার লালে।