কাগজের পেস্নন

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

কোমল দাস
কাগজের এ পেস্ননে তোমরা কি চড়বে? বললে কি! এ পেস্ননে কয়জন ধরবে? আরে বোকা! বুড়ো নাকি? বুদ্ধি কি ঝরেছে? কাগজের এ পেস্ননে কেউ কভু চড়েছে? বোঝ না তো খেলাধুলা বোঝ না তো ফুর্তি কথাতেই চেনা যায় বলদের মূর্তি, থাম থাম, কেঁদ না তো এসে বস এখানে পেস্ননটা উড়ালেই দৌড় দেবে সেখানে। মনে মনে ভেবে নেবে পেস্ননেই যাচ্ছি খুব জোরে বলবে, কী যে সুখ পাচ্ছি, তার আগে ইঞ্জিনে কিছু তেল ঢেলে নেই সীমাহীন মজা ভরা কাগজের পেস্ননেই।