ফাগুন ফাগুন

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

রুমী খান
ফাগুন এলে মনের দুয়ার দখিন হাওয়ায় খুলে বাগান দেখ ভরে গেছে স্বর্ণশিমুল ফুলে। ফাগুন এলে কোকিল ডাকে শিমুল ডালে এসে মাতাল করা গন্ধে ভাসায় মণিমালা হেসে। ফাগুন এলে ফুলপাখিদের চঞ্চলতা ফেরে দেবদারু আর পালাম, পলাশ ভালোবাসায় ঘেরে। ফাগুন এলে বনবাদাড়ে ফোটে বুনো টগর ফাগুন ফাগুন লাগছে না আর ইট পাথরের নগর।