যাব স্বপ্নপুরে

প্রকাশ | ০৩ মার্চ ২০২৪, ০০:০০

হানিফ রাজা
সবুজ শ্যামল গাঁয়ে আমার যেতে ইচ্ছে করে, হাটতে আইল ধরে, যেথায় আছে সোনার খনি দেখতে নয়ন ভরে। রাস্তার ধারে সবজি ক্ষেতে কত রঙের পাখি, দেখি মেলে আঁখি, বুকের মাঝে এসব ছবি যতন করে রাখি। বিকাল হলে খোলা মাঠে মন চায় করতে খেলা, কাটবে তাতে বেলা, সন্ধ্যা হলে পড়তে আবার করব নাকো হেলা। উচ্চস্বরে বাড়ি বাড়ি পড়ব বসে সুরে, দেখব ভুবন ঘুরে, লেখাপড়া শিখেই তবে যাব স্বপ্নপুরে।