সে ছেলেটি বঙ্গবন্ধু

প্রকাশ | ১০ মার্চ ২০২৪, ০০:০০

আখতারুল ইসলাম
একটি ছেলে পাগলপারা থাকত হেসে খেলে, নীল আকাশে পাখির মতো উড়ত ডানা মেলে। দেখত ঘুরে ঘরে ঘরে কেমনে কারা থাকে ঘুর তো দেশের অলি গলি মেঠো পথের বাঁকে। সোনার মুখে স্বপ্নরেখা ফুটত বীরের ভেসে ভাবত শুধু দেশের মানুষ ওঠবে কখন হেসে। সেই ছেলেটি সবার প্রিয় ভালোবাসার মিত্র সকাল সাঁঝে রঙতুলিতে আঁকতো দেশের চিত্র। সেই ছেলেটির সব কিছুতে দেশকে ভালোবাসা স্বাধীনতা স্বাধীনতা একটি যে তার আশা। শেকল ভাঙার মন্ত্রকথা যেন গর্জে ওঠে স্বাধিকারের দাবির মুখে হাজার গোলাপ ফুটে। একাত্তরের সাতই মার্চে বজ্রধ্বনির আগুন কথা কেঁপে ওঠে আকাশ বাতাস বুকে স্বাধীনতা। দেশের জন্য পাগলপারা মুক্তিযুদ্ধের ডাক- সেই ডাকেতে ইয়াহিয়াদের দম্ভ পুড়ে খাক। তার নামেতে যুদ্ধজয়ের বিরাট ইতিহাস জেগে ওঠে দূর্বা কোমল হাসে সবুজ ঘাস। তার জন্যই মায়ের চিঠি ভালোবাসার খাম সেই ছেলেটি জাতির পিতা বঙ্গবন্ধু নাম।