বৈশাখী ঝড়

প্রকাশ | ১০ এপ্রিল ২০১৯, ০০:০০

শাহীন ভূঁঞা
আকাশে ঐ ঈশান কোণে মেঘ করেছে ভর, এই বুঝি রে আসল এখন কাল বোশেখি ঝড়। মেঘে মেঘে বিদু্যৎ বাজি গুড়ুম গুড়ুম ডাক, ভয় পেয়ে ঐ বকের সারি খুঁজছে নদীর বাঁক। নদীর গাঁয়ে হাওয়া লেগে উঠছে ফুলে জল, এপার হতে ওপার গিয়ে গড়ায় ঢেউয়ের দল। ঝড়ো হাওয়ার গতিবেগে ভাঙে গাছের ডাল, বোশেখ ঝড়ে উড়ে পড়ে টিনের ঘরের চাল।