বাঁশি

প্রকাশ | ১০ এপ্রিল ২০১৯, ০০:০০

আহমেদ টিকু
গিয়েছিল সোনার খোকন দূরের গাঁয়ে মেলায় একটি বাঁশি কিনেছিল ভর সন্ধ্যা বেলায়। বাঁশি নিয়ে এখন তার কাটে সারা বেলা সারাটা দিন বাঁজায় বাঁশি ফেলে সকল খেলা। ঝিলের ধারে নদীর পাড়ে বাজায় খোকন বাঁশি মনকাড়া সেই বাঁশির সুরে সবাই ওঠে হাসি। দুঃখীর চোখের জল ঘুচে যায় মুখে ফোটে হাসি কিবা জাদু জানে খোকার পোড়া বাঁশের বাঁশি।