বৈশাখী মেলা

প্রকাশ | ১০ এপ্রিল ২০১৯, ০০:০০

আহমেদ কবির
চৈত্র শেষে বৈশাখ এলো বটমূলে তাই মেলা, বাউল গানের জমলো আসর পুতুল নাচের খেলা। খোকা যাবে সেই মেলাতে কিনবে খেলনা পাতি, মাটির পুতুল, হাঁড়ি-পাতিল কিবা গরু-হাতি। নাড়ু, সন্দেশ, মন্ডা-মিঠাই বিন্নি ধানের খই, নাগরদোলায় চড়বে খোকা খুশিতে হইচই। পান্তা-ইলিশ, পিঠাপুলি খাবে মজা করে, সাঁঝের বেলায় খুশি মনে ফিরবে খোকা ঘরে।