বৈশাখ এলে

প্রকাশ | ১০ এপ্রিল ২০১৯, ০০:০০

কবির কাঞ্চন
বৈশাখ এলে লাল-সবুজে বাংলা সাজে পোশাকজুড়ে দেশের ছবি কারুকাজে। বৈশাখ এলে বাঙালিদের দুঃখ টুটে দেশি পণ্য কেনার জন্য মেলায় ছুটে। বৈশাখ এলে পান্তা-ইলিশ নজর কাড়ে স্বকীয়তার চেতন বুকে কদর বাড়ে। বৈশাখ এলে বাংলা গানে পরাণ ভরে একতারা ঢোল হারমোনিয়াম মনে পড়ে। বৈশাখ এলে বুকের ভেতর স্বপ্ন আসে বাঙালিরা নতুনভাবে সুখে ভাসে।