রঙের মেলা

প্রকাশ | ১০ এপ্রিল ২০১৯, ০০:০০

এইচ এম বাবু মৃধা
রঙের মেলা প্রাণের মেলা আবার গেল এসে তাই তো শুনে খোকা খুকু বড্ড সুখে ভাসে। মেলায় গিয়ে খোকা বাবু কিনবে নাটাই ঘুড়ি খুকু মণি ধরলো বায়না লাগবে ফিতা চুড়ি। বাবা বলে দিতে পারি শর্ত আছে তবে পড়াশুনায় ভালো ভাবে মন বসাতে হবে। খোকা খুকু এবার বলে দিব্যি দিলাম আজই এখন থেকে লেখাপড়া মোদের প্রধান কাজই। চাঁদ তারা বাসুদেব খাস্তগীর 'আকাশের চাঁদ এনে দেবো তোর হাতে তুই যদি ঘুম যাস জোছনার রাতে। তারা এনে টিপ দেবো কপালেতে তোর ঘুম এলে দেবো বেঁধে এই খোলা দোর।' খোকা চোখে এলো ঘুম মা মণির কোলে অপরূপ রূপে খোকা দোলনাতে দোলে। ভোর হলে বলে খোকা 'চাঁদ তারা কই?' 'চুপ থেকো করোনা তো তুমি হই চই। আসবে তো রাত হলে গেলে তুমি ঘুম' কোলে তুলে খোকা গালে মা যে দেয় চুম।