একটি মুজিব

প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ০০:০০

আলমগীর কবির
মুজিব ছিলেন সংগ্রামে আর মুজিব ছিলেন আশায়, প্রতিবাদের মানুষ হয়ে ছিলেন ভালোবাসায় মুজিব ছিলেন দেশদরদী রাজপথের স্স্নোগানে, কুলি মজুর বাউল কবি সব মানুষের প্রাণে। ভিনদেশীদের ছল-কৌশলে চুপ থাকেননি মোটে, বজ্রকণ্ঠের ভাষণ অগ্নি গোলাপ হয়ে ফুটে। মুজিব ছিলেন স্বাধীনতায় দেশের কাজে দক্ষ, আমজনতার পাশে থাকাই ছিল স্বপ্ন-লক্ষ্য। রেসকোর্সের গণজোয়ার সেটাই করে প্রমাণ, দেশকে নিয়ে দেখে গেছেন স্বপ্ন আকাশ সমান। জেল ও জুলুম সব সয়েছেন স্বাধীনতার জন্য, মা ও মাটির কাছে থেকে হয়েছেন বরেণ্য!