স্বাধীনতার মানে

প্রকাশ | ২৪ মার্চ ২০২৪, ০০:০০

সোমা মুৎসুদ্দী
স্বাধীনতার মানে তুমি জানো নাকি খোকা? স্বাধীনতা বিলাসিতা, নয় তো ওরে বোকা। বাংলা মায়ের দামাল ছেলে স্বাধীন দেশের জন্য বুকের তাজা রক্ত দিল ধন্য ওরাই ধন্য। জীবন দিয়ে দেশ ও মাটির ফিরিয়ে দিল প্রাণ স্বাধীনতার আসল জোয়ার জয় বাংলার গান। দেশ ও জাতির তরে ওরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নয় মাসেরই লড়াই শেষে দেশকে স্বাধীন করে। যুদ্ধ শেষে কেউ বা আসে, কেউ আসে না আর বাঙালিদের বিজয় হলো পাকিস্তানের হার।