জ্যোৎস্নার চাঁদ

প্রকাশ | ৩১ মার্চ ২০২৪, ০০:০০

ননী গোপাল চন্দ্র দাশ
ভালো লাগে সূর্যি মামা ফুল পাখি গাছ তারা... হাসন লালন ভাটিয়ালি হারমনি একতারা। উলস্নাসে তাই ভাঙতে পারি নিয়ম নীতির বাঁধ, সবচে ভালো লাগে আমার জ্যোৎস্না রাতের চাঁদ। চাঁদকে তুমি দেখতে পার আমার মতো করে, পুলক ছড়ায় চাঁদের আলো দেখবে নয়ন ভরে। দেখতে পার বাঁশ বাগানে যখন দিবে উঁকি, মনের খাতায় তেমন ছবি করছ আঁকিবুঁকি? ডাকবে ঝিঁঝিঁ উড়বে জুনি চাঁদের আলোর সাথে, অদ্ভুতুরে নীরবতা পুলক ছড়ায় রাতে! দেখতে পার চাঁদকে তুমি কড়ই গাছের নিচে, হাঁটলে তুমি হাঁটবে যে চাঁদ তোমার পিছে পিছে। জানলা দিয়ে উঁকি দিলে পাচ্ছ চাঁদের দেখা? হতে পার বন্ধু চাঁদের। নও তো তুমি একা। বলতে পার চাঁদকে তুমি মনের যত কথা, ভাঙতে পার অন্ধকারে গুমট নীরবতা।