সবার ঘরে ঈদ এলো মা

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০

রাজীব হাসান
সবার ঘরে ঈদ আসে মা আনন্দ আর উলস্নাসে আমার ঘরে ঈদ এলে মা কেন যে বুক ভাসে সবাই কেমন ঈদ আনন্দে কেনে নতুন পোশাক আমার ছোট্ট কুড়েঘরে কেবল লতাপাতা শাক। সবার ঘরে ঈদ এলে মা হাজার লোকের ভিড় আমার ঘরে ঈদ এলে মা আসে দারিদ্র্যতার তীর সবার ঘরে ঈদ যেন মা হরেক রকম খাবারে আমার ঘরে ঈদ হলো আটকে রাখা কাবারে। সবার ঘরে ঈদ আসে মা নতুন নতুন পোশাকে আমার ঘরে ঈদ এলে মা পুরাতনে শুধু ঢাকে সবার ঘরে ঈদ এলে মা কত সুখের হাসি বয় আমার ঘরে ঈদ এলে মা দুঃখে দুঃখে ফাঁসি লয়। সবার ঘরে ঈদ এলে মা আমার ঘরে আসে না সবার ঘরটা ভাসলে সুখে আমার ঘরটা ভাসে না সবার ঘরে ঈদ আসলে মা সবাই থাকে সুখে আমার ঘরে ঈদ এলে মা কেবল কষ্ট বাড়ে বুকে।