ভাগ করে হোক ঈদের খুশি

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০

সেলিম তালুকদার আকাশ
সালাত আদায় করব সবাই দেখেই নতুন শশী। প্রতিবেশী বন্ধুস্বজন এক কাতারে বসি। আগের যত মান অভিমান ভুলবে ক্ষণে ক্ষণে হিংসা বিদ্বেষ, হানাহানি থাকবে না আর মনে। পাড়ার সবাই মিলবে সাথে, এক কাতারে- দু'হাত তুলে মোনাজাতে খোদার দরবারে জাত ভেদাভেদ ভুলে গিয়ে মিলবে হাতে হাত, সেমাই পোলাও খাবে সবাই সকাল বিকেল রাত। ভাগ করে হোক ঈদের খুশি, খুশির মহান ঈদ ধনী গরিব সবাই মিলে গাইবে নতুন গীত