ঈদের কেনাকাটা

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০

নুরুল ইসলাম বাবুল
খোকা বলে শার্ট চাই খুকি চায় ফ্রক লাল-লাল, বাবা যায় মার্কেটে সবখানে ভিড় আজকাল। খুকুদের মা বলেন- আদা-জিরা ডাল-চিনি লাচ্চা, লিস্টেই লেখা আছে বাবা দেখে হেসে বলে আচ্ছা। দাদা-দাদি এক সাথে থাকে তারা খুকুদের বাড়ি, ঈদ মানে খুশি তাই কেনা হবে পাঞ্জাবি-শাড়ি। সবকিছু কিনে বাবা আরও কেনে জামা টুকটুক, প্রতিবেশী এতিমের দেখবে সে হাসি ভরা মুখ।