বৃষ্টির ছড়া

প্রকাশ | ১৭ এপ্রিল ২০১৯, ০০:০০

জুবায়ের দুখু
এলো বৃষ্টি হলো সৃষ্টি মনে মাঝে দরদর গাছ পাতা আর ডালের সাথে ঘরও করে থরথর। শনশন হিমেল বাতাসেতে শরীর যায় জুমিয়ে ভনভন ঘোরে মেঘগুলির দল আকাশের গাঁ দিয়ে। চটপট বাড়ি ফেরে লোকে, বৃষ্টির সাড়া পেলে চলচল খেলা ফেলে সবে একটু ছায়া তলে। টংটং আওয়াজ হয় দেখি ঘরের ঐ চালেতে গ্যাঙগ্যাঙ ব্যাঙের দল ডাকে খালে আর বিলেতে।