কই রে তোরা কই

প্রকাশ | ১৭ এপ্রিল ২০১৯, ০০:০০

সব্যসাচী নজরুল
চৈত্র শেষে বৈশাখ আসে নতুন দিনের ঘ্রাণে বর্ষবরণ করতে হবে ধুম-ধাড়াক্কা প্রাণে। নতুন বছর নতুন স্বাদে পান্তা ইলিশ খাওয়া খোকা-খুকু ছোড়া ছুড়ির মেলায় ঘুরতে যাওয়া। সকাল হতে মেলার পথে ছোটা রঙিন সাজে কণ্ঠে সবার নব আশার বৈশাখী গান বাজে। খেলনা-পাতি মন্ডা মিঠাই মিষ্টি ছানা দই বাবার হাতে দেখনা রে ঐ কই রে তোরা কই।