বৈশাখের গান

প্রকাশ | ১৭ এপ্রিল ২০১৯, ০০:০০

হাফেজ আহমেদ
আম পড়েছে জাম ধরেছে বৈশাখেরই ছন্দে লিচু কাঁঠাল চোখ খুলেছে বজ্রপাতের দ্বন্দ্বে। শখের বশে খোকা খুকি আম কুড়াতে গেলোরে দক্ষিণ দিকে উতালপাতাল দমকা হাওয়া এলোরে। হাওয়ার তালে মস্ত ডালে গট গটা গট গট কেমনে খোকা মেলায় যাবে মাথায় নিয়ে চট! আম খাবেনা জাম খাবেনা ধরলো খোকা ভান মেলায় গিয়ে গাইবে সে আজ বৈশাখেরই গান।