বোশেখ মেলায়

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ০০:০০

সুব্রত চৌধুরী
আয় না খোকা, আয় না খুকু বোশেখ মেলায় যাবি? আলতা, চুড়ি, মোয়া, মুড়ি কত্তো কিছু পাবি। বায়োস্কোপে দেখবি ছবি হাওয়াই মিঠাই মুখে, নাগরদোলায় চড়বি সবাই অন্যরকম সুখে। সাপের নাচন দেখবি সবাই বাঁশির সুরে সুরে, ইয়া বড় ফনা দেখে ভয়ে যাবি দূরে। মেলা শেষে ক্লান্ত বেশে ফিরবি যখন বাড়ি, খুশির ভেলায় ভাসবি সবাই দুঃখের সাথে আড়ি।