বৈশাখ এলে

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ০০:০০

সারমিন চৌধুরী
বৈশাখ এলে আম্র মুকুলে নাচে প্রজাপতির দল, খোকাখুকুরা জোট বাঁধে চল রে মেলায় চল। বৈশাখী সাজ অঙ্গে মেখে নাগরদোলায় চড়ে, ঢাকের তালে নাচে তারা খুশির আমেজ ঘরে। বৈশাখ এলে সবার মনে জাগে নতুন আশা, ফুটে ওঠে পান্তা ইলিশে বাঙালির ভালোবাসা।