বৈশাখী ছবি

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ০০:০০

সুফিয়ান আহমদ চৌধুরী
কুটুম আসে বৈশাখী দিনে পায়েস পিঠে ধুম, রোদের আলো খুশির ধুম হাওয়া দেয় চুম। বৈশাখী দিনে গাঁয়ের বাড়ি উজালা কী যে থাকে, ঘুড়ির মেলা আকাশ নীলে মনটা রঙে আঁকে। বৈশাখী মেলা গাঁয়ের মাঠে সন্দেশ নাড়ু মুখে, নাগর দোলা সার্কাস জমে কতই হাসি মুখে। সবুজ শোভা ইলিক ঝিলিক বৈশাখী ছবি ভাসে, চাঁদের হাট শ্যামল গাঁয়ে মধুর স্বপ্ন ভাসে।