শ্রমিকের দান

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০

আসাদুজ্জামান খান মুকুল
শ্রমিক যারা ব্যস্ত সদা পেটের দায়ে কাজে, শক্তি ব্যয়ে কর্ম করে ডুবে নাতো লাজে! মাথার ঘাম যে পায়ে ফেলে ধনীর দালান গড়ে, কাজের ব্যাঘাত হলে তবু পিঠে চাবুক পড়ে! গায়ের রক্ত পানি করে সস্তা কিছু দামে, পাহাড় কাটে পাথর কাটে ভিজায় শরীর ঘামে। ন্যায্য পাওনা দেয়নি মালিক তাদের কাজের ফলে, স্বপ্ন দেখা আছে মানা ভাসে চোখের জলে! শ্রমিকেরাই গড়েছে দেশ কলকারখানা গুলি, শ্রদ্ধা জানাই তাদের প্রতি হোক না মেথর-কুলি!