জিয়নকাঠির গল্প

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০

দীপান্বিতা চৌধুরী
মনমরা ঘাস তাতা রোদেও গাইলো প্রভাত গান খরার বাতাস দৌড়ে এসে জুড়ে দিলো তান। মুক্ত বাউল সুর দিলো আগুন ঝরার বেলায় রঙ গোধূলি সাঁঝ দিলো \হজোনাক পোকার মেলায়। টাপুর টুপুর বৃষ্টি দিলো বিজলী মেঘের ফাঁকে মনমরা ঘাস তুলির রঙে জীয়নকাঠি আঁকে। মনমরা ঘাস সবুজ হলো খরার বাতাস পেয়ে খরার বাতাস কুসুম হলো মনমরা ঘাস ছুঁইয়ে।