আমার বাংলা

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

নূর হোসেন
ছোট্ট একটি সবুজ দেশ রূপের যে তার নেইকো শেষ পাখ-পাখালি গায়, গ্রাম বাংলার দৃশ্য দেখে বটের ছায়ায় মাথা রেখে পথিক বসে ছায়। আঁকা-বাঁকা ছোট্ট নদী দৃশ্যগুলো দেখেন যদি জুড়িয়ে যাবে প্রাণ, কাশবনের ঐ ধবল ছবি দেখলে হয়ে যাবেন কবি নেই যদিও ঘ্রাণ।