পহেলা মে

প্রকাশ | ০১ মে ২০১৯, ০০:০০

বাতেন বাহার
আমরা কৃষক, শ্রমিক, কুলি শক্ত হাত ও মাথার খুলি। কাস্তে কোদাল লাঙ্গল আর শক্ত সতেজ কাঁধ ও ঘাড়। দিন প্রতিদিন টানছি ঘানি রক্ত মগজ হচ্ছে পানি! ঘর সংসার তবু লাচার তিক্ত স্বপন মরা বাঁচার। অভাব অসুখ নিত্য সাথী জীবন ভীরু মোমের বাতি, নেই বিশ্রাম, নেই রে সুখ কেহ বুঝতে চায় না দুখ। একটু বুঝে- বলতো কে সে? শ্রমিক দিবস, পহেলা মে।