হাসি

প্রকাশ | ০১ মে ২০১৯, ০০:০০

সুফিয়ান আহমদ চৌধুরী
মুচকি হাসে কেউবা হাসে কেউবা জোরে হাসেরে হাসির মেলায় অনেক হাসি সবার চোখে ভাসেরে। বলতে কথা কেউ যে হাসে হাসিতে নাচে কেউরে হোটেলে বসে আড্ডায় হাসে হাসির বয় ঢেউরে। প্রাণ খুলে কেউ হাসতে জানে কেউবা অথই সুখেরে কপট হাসি লুকিয়ে থাকে অনেকেরই মুখেরে। ছোট্ট শিশুর হাসির মাঝে স্বপ্ন আশা ফুটেরে এই হাসিতে বুকটা ভরে যে দুঃখটা যায় টুটেরে।