শ্রমিকের চাওয়া

প্রকাশ | ০১ মে ২০১৯, ০০:০০

তারেক হাসান
শ্রমিক যদি না করে কাজ ঘুরবেনা আর চাকা, চলবেনা আর মটরগাড়ি রাস্তা থাকবে ফাঁকা। শ্রম দিয়ে যায় শ্রমিক বেটা ঝরায় মাথার ঘাম, মালিক তখন নিজের স্বার্থে দেয়না কাজের দাম। বকা দেয় যে বাবা মাকে ওরে মালিক সেজে ভাই, গাল দিয়েছেন, বেশ করেছেন কাজের ন্যায্য মূল্য চাই।