কর্মজীবী বীর

প্রকাশ | ০১ মে ২০১৯, ০০:০০

হুমায়ুন আবিদ
শ্রমিক হলো দেশ সমাজের উন্নয়নের ঢাল কঠোর শ্রমে উড়ায় তারা অর্থনীতির পাল। বৃষ্টি রোদে সারাটা দিন শ্রমিক ঝরায় ঘাম বিনিময়ে পায় কি তারা ন্যায্য শ্রমের দাম? নিজের জীবন তুচ্ছ করে শ্রমিক করে কাজ তবুও কেন তাদের বুকে পড়ে দুঃখের বাজ। যাদের শ্রমে যাদের ঘামে উঁচু দেশের শির তারাই হলো দেশ দরদি কর্মজীবী বীর।