বনভোজন

প্রকাশ | ০১ মে ২০১৯, ০০:০০

নোশিন নাওয়ার ঐশ্বর্য্য
চড়ুই, শালিক, ময়না, টিয়ে বসলো সবাই খেতে, পাখিরা সব বনভোজনে উঠলো মজায় মেতে। চড়ুই বসে বাটনা বাটে ময়না রাঁধে ভাত, টিয়া বলে ওরে বাবা ধোঁয়ার কি উৎপাত। রান্না-বান্না শেষে সবাই ধরলো সুখে গান, বাঘে দাওয়াত পায়নি বলে করলো অভিমান। নবম শ্রেণি, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কোটচাঁদপুর, ঝিনাইদহ।