মায়ের মুখ

প্রকাশ | ১১ মে ২০১৯, ০০:০০

শাহীন ভূঞা
যখন আমি কষ্টের মাঝে দেখি মায়ের মুখ, তখন আমার মনে শুধু লাগে ভীষণ সুখ। বাসে ট্রেনে কিংবা ঘরে মাঠে-ঘাটে তেপান্তরে, মায়ের মুখটি দেখতে আমার লাগে মনে ঝোঁক। কত কত খালা চাচি কত দিদি ভাই, মায়ের মুখের মতন এমন আর তো দেখি নাই। যাই না যত সুদূর দেশে \হমায়ের মুখটি উঠে ভেসে দেখতে পেয়ে মধুর হাসি জুড়ায় আমার চোখ।